ওপনেনউিজ ডস্কে ::
করোনার উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া ১ ব্যাক্তি মারা গেছেন । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ।
এর আগে বৃহস্পতিবার বিকেল চারটায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যাক্তি হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র ।
তিনি জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া বড়লেখা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিহতের লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডা. সুশান্ত।
ডা. সুশান্ত আরো জানান, শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে ৮ জন করোনা রোগীসহ ২২ জন চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন স্টোর কিপার করোনা আক্রান্ত হবার পর হাসপাতালের চার সাপোর্ট স্টাফের নমুনা স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, হাসপাতালের সবাই ধীরে ধীরে পরীক্ষা করাবে। আমরা চিন্তা করেছি আগামী শনি, রোববার ও সোমবার পর্যায়ক্রমে পরীক্ষা করাবো। এতে করে পরীক্ষার রিপোর্টে ভালো ফল পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন তিনি।
প্রসঙ্গত, সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ মধ্যে সিলেট জেলার ৭ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৫ জন। আর সিলেট জেলার প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল মারা গেছেন।