অধ্যক্ষ ড. এনামুল হক সরদার বলেছেন, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভালবাসা দোয়া ও আশির্বাদ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে সিংহ মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য জনসাধারনের কল্যানে কাজ করা। জনসেবাকে ইবাদত মনে করে আমি মানুষের সেবায় নিয়োজিত হতে চাই। তাই সিংহ মার্কা প্রতীকে আমাকে আপনাদের মহামূল্যবান রায় দিয়ে আপনাদেরই সুখে দু:খে পাশে থেকে আপনাদের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন।
তিনি গতকাল বৃহস্পতিবার ওসমানী নগরের বাংলা বাজার, চাতল বাজার ও দয়ামির এলাকাসহ বিভিন্ন স্থানে গনসংযোগ কালে একথাগুলো বলেন।
এসময় তার সাথে এলাকার বিশিষ্ট মুরব্বী, সুশীল সমাজ, যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্মীসমর্থক সহ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।