প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২২ ডিসেম্বর সিলেট আগমন উপলক্ষ্যে ২৫নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা বেরা করা হয়েছে। ২১ ডিসেম্বর শুক্রবার মোটর সাইকেল শোভযাত্রাটি নগরীর মোমিনখলা হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হুমায়ুন রশীদ চত্ত্বরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
২৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আকমল হোসেন মালাইর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক আজহার আহমদ সিজিল, সোহেল আহমদ, মামুন আহমদ, রাসেল আহমদ, রুবেল আহমদ, জুবায়ের আহমদ, মাহিন আহমদ, সজিব আহমদ, রুহেল আলম, জুবেল আহমদ, আজমল আহমদ, অপু, কাওসার আহমদ, জহুরুল আহমদ, রফু, ইতি প্রমুখ।