সংবাদদাতা, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা সদর উপজেলার সীমান্ত সংলগ্ন সুরমা ইউনিয়নে ৪২ কেজি ওজনের একটি অজগর সাপ ধরা পড়েছে। যা আট হাত লম্বা বলে জানান স্থানীয়রা।
মঙ্গলবার রাত ৮টার দিকে ইউনিয়নের বৈষারপাড় এলাকার মতিউর রহমান কলেজের পাশে বোরো ধান ক্ষেত থেকে স্থানীয় কৃষকরা সাপটি দেখতে পান। তবে সাপটি আটকের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাপটি দেখতে হাজার হাজার লোকজন ভিড় করছেন বলে জানা গেছে। স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।