www.opennewsbd.com

শাহজালাল মাজারের সড়ক কাজের উদ্বোধন করলেন সিটি মেয়র আরিফ

Published: ০১ ০৭ ২০১৯   ৯:২১:০৭ অপরাহ্ণ   সোমবার   ||   Updated: ০১ ০৭ ২০১৯   ৯:২১:০৮ অপরাহ্ণ   সোমবার
শাহজালাল মাজারের সড়ক কাজের উদ্বোধন করলেন সিটি মেয়র আরিফ

খাদিম সিরামিকস এর পক্ষ থেকে শাহজালাল মাজারের সড়ক সৌন্দর্য্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১লা জুলাই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ কাজের উদ্বোধন করেন। খাদিম সিরামিকস এর পক্ষ থেক এ কাজের ব্যয়ভার গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদিম সিরামিকস কর্তৃপক্ষ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিল সৈয়দ তৌফিকুল হাদী, জুরেজ আব্দুল্লাহ গুলজার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম পাটুয়ারী, সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবু দাস, ডেপুটি ম্যানেজার কামরুল ইসলাম, সিনিয়র অফিসার মামুনুর রহমান, সিনিয়র অফিসার অজয় চন্দ কর, অফিসার নুর মোহাম্মদ, অফিসার অর্পনআ কুমার চন্দ, ইমন আহমদ প্রমুখ।

সম্পাদক মোঃ আলী আকবর চৌধুরী,
......,
বাংলাদেশ
ইমেইল : ......@gmail.com
..........প্রকাশিত, বার্তা ও বিজ্ঞাপন :...........
.............
web:opennewsbd.com
সর্বস্বত্ব opennewsbd.com কর্তৃক সংরক্ষিত
www.opennewsbd.com